• সর্বশেষ আপডেট

    নড়াইলে কর্মহীন দের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা | দিগন্ত নিউজ

                 
    করোনা দুর্যোগে কর্মহীন দের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা নিয়ে চাকই -রুখালীর প্রাথমিক সেবা সংগঠন " দরিদ্র সেবা তহবিল"

    প্রাথমিক পর্বে ১৬০ টি পরিবারের মাঝে(চাল ডাল আলু তৈল সাবান)সহ খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে নড়াইল সদর উপজেলাধীন ১২ নং বিছালী ইউনিয়নের চাকই রুখালী যুবকদের উদ্দোগে গঠিত "দরিদ্র সেবা তহবিল(চাকই রুখালী প্রাথমিক সেবা সংগঠন)" 

    খাদ্য সহায়তা কর্মসূচি উদ্বোধন করেন-, সি আর এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জনাব মোঃ কোরবান আলী বিশ্বাস ও মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জনাব জি এম সালাহউদ্দীন। তহবিলটির মুল উদ্যোক্তা হিসাবে- বি এম আলফাজ,মোঃ তাজিমুল ইসলাম,এস কে রুবেল, বি এম মুছা ইব্রাহীম,বি এম হাবিবুল্লাহ আল-মামুন, জি এম মোস্তাফিজুর রহমান, মোঃ জহির রায়হান মল্লিক,বি এম ইউসুফ, মোঃ আল আমিন শেখ , মোঃ খলিলুর রহমান সহ কয়েকজন যুবকদের অক্লান্ত পরিশ্রম এবং চাকই রুখালীর সকল চাকুরিজীবী, প্রবাসী,  সচ্ছল  ব্যক্তিদের আর্থিক সহায়তায় তহবিলটি গঠিত হয়েছে।

    উদ্যোক্তা যুবকদের পক্ষ থেকে মোঃ তাজিমুল ইসলাম বলেন- করোনাভাইরাস COVID-19 এর দুর্যোগে চাকই রুখালীর যে সকল পরিবার কর্মহীন হয়ে পরেছে পর্যায়ক্রমে তাদের সকলের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা প্রদান করা হবে। আমরা প্রথম পর্যায়ে ১৬০ টি পরিবার কে সহায়তা করার কার্যক্রম শুরু করেছি,আমাদের সহায়তা প্রক্রিয়া চলমান থাকবে, এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।


    প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২০