• সর্বশেষ আপডেট

    কোটালীপাড়ায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

                                         
    প্রমথ রঞ্জন সরকার,গোপালগঞ্জ::  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরিচালন বাজেটের আওতায় ৫০শতাংশ  ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার, রিপার ও রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ করা হয়েছে। 

    বুধবার উপজেলা কৃষি প্রশিক্ষণ ভবন চত্ত্বরে কৃষকদের মাঝে ৬টি কম্বাইন হারভেস্টার, ১০টি রিপাব ও ১টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ করা হয়।

    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মেশিন বিতরণ করেন। এ সময় সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    কৃষি অফিসার নিটুল রায় বলেন, এ বছর কোটালীপাড়া উপজেলায় ২৪হাজার ৫শ ২০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। চাষকৃত জমির ধান সহজে কর্তন ও ধান চাষে খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার, রিপার ও রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ করছে। তারই অংশ হিসেবে আমরা কৃষকদের মাঝে এই মেশিন বিতরণ করলাম। 

    প্রধানমন্ত্রী নির্দেশনানুয়ায়ী করোনা পরবর্তী সময়ে কৃষকদের খাদ্য সংকট দেখা না দেয়। এই কম্বাইন হারভেস্টার ও রিপার দিয়ে কম খরচে কৃষকরা ধান কাটতে পারবে। 


    প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২০