• সর্বশেষ আপডেট

    ইতালিতে ফের বেড়েছে করোনায় মৃতের সংখ্যা

    ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে।দেশটিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মারা গেছেন ৪৬৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা সাড়ে ২৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৯০ হাজার।

    এদিকে মহামারি করোনাভাইরাসের ছোবলে সারা বিশ্বে মৃতের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৯১ হাজার ৫৫ জন। শনাক্ত হয়েছেন ২৭ লাখ ২৫ হাজার ৩৯১ জন।

    শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।

    এদিকে ভাইরাসে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখ ৪৫ হাজার ৮২০ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৭ লাখ ৮৮ হাজার ৫১৬ জন। এদের মধ্যে ১৭ লাখ ২৯ হাজার ৮৩৮ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৮ হাজার ৬৭৮ জনের অবস্থা গুরুতর।


    প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০