• সর্বশেষ আপডেট

    করোনাভাইরাস: দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০৩


    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩১। এ ছাড়া, আক্রান্ত আরও ৫০৩ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪,৬৮৯ জনকে শনাক্ত করা হয়েছে।

    শুক্রবার এক নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানা।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫০৩ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৮৯ জন। মারা গেছেন আরও চার জন। তারা সবাই পুরুষ। তাদের বয়স ৫১-৬০ এর মধ্যে এবং সবাই ঢাকার। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩১ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন আরও চার জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১২ জন।

    তিনি আরও জানান, এখন পর্যন্ত ৩৯ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

    সেই হিসাবে দেশে প্রথম মৃত্যুর পর ৩৭ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জন এবং প্রথম আক্রান্তের পর ৪৭ দিনে আক্রান্তের সংখ্যা  ৪,৬৮৯ জনে পৌঁছেছে।


    প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০