Header Ads

parkview
  • সর্বশেষ আপডেট

    ময়মনসিংহে বজ্রপাতে কৃষক নিহত | দিগন্ত নিউজ


    মোঃ ফজলুল হক ভুঁইয়া,ময়মনসিংহ:: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে । জানা গেছে উপজেলার ৯নং ধারা ইউনিয়নে পশ্চিম কুতিকুড়া গ্রামেরর আহাম্মদ আলীর পুত্র আব্দুল হান্নান(৪৫)বুধবার বেলা ১১ ঘটিকার দিকে বাড়ির পীছনে কৃষি কাজ করতে গেলে এ সময় "ব্রজপাতে" নিহত হয় ।


    প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২০

    Post Top Ad