Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  খুলনায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৪জনসহ মোট ২২ জন।


  আজিজ মোড়ল,মোংলা::  প্রাণঘাতী করোনা ভাইরাস একদিনেই খুলনায় আক্রান্ত ১৪ জন। এ নিয়ে খুলনা বিভাগে মোট আক্রান্ত হলো- (১৪+৮)= ২২জন।

  মোট আক্রান্তের জেলা গুলো হলো, কুষ্টিয়া- ২ জন, মেহেরপুর- ১ জন, মাগুরা- ১জন, খুলনা- ৫জন, নড়াইল- ৬ জন, বাগেরহাট- ১জন, চুয়াডাঙ্গা- ১ জন,যশোর- ৫জন মোট ২২ জন। 

  মৃত্যুবরন করেছে ১জন, সুস্থ্য হয়েছেন ১জন, এটি আজ তারিখঃ ২২/০৪/২০ইং, বুধবার। খুলনা বিভাগের সর্বশেষ আপডেট বেলা ১২টা অবদি।

  সুত্রঃ- খুলনা সিভিল সার্জন অফিস, খুলনা। #সুত্রঃ- খুলনা সিভিল সার্জন অফিসের ম্যাপিং আপডেট।


  প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad