Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন চালু হচ্ছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে


                            
  মনিরুজ্জামান,বগুড়া::  করোনা সন্দেহভাজনদের জন্য বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের উচ্চমাধ্যমিক ভবনকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে।

  সেখানে ৩০০ শয্যার আবাসন ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে কলেজ ভবনের কক্ষ গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে নির্দিষ্ট দূরত্বে শয্যা বসানোর কাজ শুরু করা হয়েছে।

  বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা জানান, ভবনটির ১০টিসহ মোট ১৪টি কক্ষকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

  বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালেক বলেন, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের উচ্চমাধ্যমিক ভবনকে মূলত ভারতে আটকে পড়া বাংলাদেশিদের জন্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে।

  তিনি আরো বলেন, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে যাদের বাড়ি বগুড়াতে তাদেরকে মূলত এখানে রাখা হবে। আর এই কোয়ারেন্টাইন সেন্টারে যাদের রাখা হবে তাদের কেউ যাতে বাইরে বের না হয় সেটির তদারকির পাশাপাশি নিয়ম শৃংখলার বিষয়টিও সেনাসদস্যরা দেখাশোনা করবেন।    


  প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

  Post Top Ad