বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করা হলো | দিগন্ত নিউজ
মনিরুজ্জামান,বগুড়া:: গণত্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়,বিজ্ঞপ্তিতে বলা হয় সিভিল সার্জন বগুড়া এর ২১-০৪-২০২০খ্বি, তারিখের বি.এস/বগ/প্রশা- ২/২০২০/১০৩৭নং স্মারকে প্রেরিত পত্রের সুপারিশের আলোকে প্রাণঘাতি করোনা ভাইরাস(কোভিড-১৯)এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় বগুড়া জেলাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত অবরুদ্ধ (Lock Down) ঘোষনা করা হলো।
এ সময়ে এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হলো। অবরুদ্ধ (লকডাউন)কালীন জাতীয় ও আঞ্চলিক সড়ক,মহাসড়ক ও রেলপথে অন্য কোন জেলা বা উপজেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অনা জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্ত:জেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ।
সকল ধরণের গণপরিবহণ,জনসমাগম বন্ধ থাকবে । তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা ,কষি পণ্য সংগহ, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, জরুরি পরিসেবা এর আওতা বহির্ভূত থাকবে ।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ ২১-০৪-২০২০ তারিখ বিকাল ৪.০০ঘটিকা হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০