Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ময়মনসিংহে ছাগলে শসাক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষ - ১ ব্যক্তি খুন উভয়পক্ষে আহত ৭


  মোঃ ফজলুল হক ভুঁইয়া(ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে  ছাগলে শসা ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে সংঘর্ষ বাঁধলে ফিরাতে এসে লাঠির আঘাতে আবুল বাশার(৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যু হয়।সংঘর্ষে দুপক্ষের ৭ জন গুরুতর আহত হয়ে নান্দাইল ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  ঘটনার বিবরণে জানা যায়, সোমবার (৬মার্চ)বেলা আড়াই ঘটিকার সময় জনৈক শাহাব উদ্দীনের ছাগল প্রতিবেশী সিরাজের শসা ক্ষেত খেলে প্রথমে কথা কাটাকাটি হয় পরে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের রূপ নেয়।

  প্রতিবেশীর আছুম উদ্দীনের পুত্র আবুল বাশার সংঘর্ষ থামাতে গেলে সংঘর্ষকারিদের লাঠির আঘাত মাথায় পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে আহতরা হল, সিরাজ উদ্দীন, মুজিবুর রহমান, রিয়াজ উদ্দীন,রুহুল আমিন, শরাফত, মতিউর রহমান।আহতরা বর্তমান ময়মনসিংহ ও নান্দাইলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ব্যাপারে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি খুনের ঘটনা নিশ্চিত করে জানান খুনের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।


  প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

  Post Top Ad