• সর্বশেষ আপডেট

    বাগমারায় করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায়দের অনুদান দিলো আত-তিজারা


    মুকুল হোসেন বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে ঘরের বাহিরে বের হতে না পরা কর্মহীন অসহায়, দিনমজুর, হতদরিদ্র ও নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী সরবরাহের লক্ষে বেসরকারি সমাজসেবা মূলক প্রতিষ্ঠান আত-তিজারা রাজশাহী লিমিটেড ও কর্মচারী সমবায় সমিতির পক্ষ থেকে ইউএন’র ফান্ডে অনুদান হিসাবে নগদ অর্থ জমা দেয়া হয়েছে।

    > বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ নিজ কার্যালয়ে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের এম.ডি আলহাজ্ব আব্দুল হালিমের নিকট থেকে অসহায়দের জন্য দেয়া অনুদানের এই অর্থ গ্রহন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক শাহাদৎ হোসেন, পীরগঞ্জ কলেজের প্রভাষক আব্দুর রউফ লিটন, প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রকল্প পরিচালক দুরুল হুদা ও পরিচালক মোন্তাজ হোসেনসহ আরো অনেকে।


    প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২০