• সর্বশেষ আপডেট

    কক্সবাজারের রামুতে প্রথম করোনা রোগী সনাক্ত

                                 
    হামিদুল হক,রামু:: কক্সবাজার জেলার রামু উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিটি রামু কাউয়াখোপ ইউনিয়নের গাছুয়া পাড়া ৭ নং ওয়ার্ডের মৃত ছুরুত আলমের পুত্র সালেহ আহমদ(৩৬)।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, আক্রান্ত সালেহ আহমদ গত ২৬ এপ্রিল (রোববার) সকালে নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসে। এলাকাবাসী তাকে দেখতে পেয়ে প্রশাসনকে অবিহিত করেন।পরে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা নিজে উপস্থিত হয়ে তার বাড়ি লকডাউন করেন। সাথে সাথে রামু স্বাস্থ বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান।


    রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া বলেন, সালেহ আহমদের আসার খবর পাওয়ার সাথে সাথে আমরা তার নমুনা সংগ্রহ করেছি। আজ কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে থেকে তার শরীরে করোনা ভাইরাস সনাক্তের রিপোর্ট পাই। এখন তাকে রামুর আইসোলেশন ইউনিটে আনার প্রক্রিয়া চলছে। তার পরিবারের অন্যন্য সদস্যদেরও নমুনা পরিক্ষা করা হবে।


    প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০