• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ঝালকাঠিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

                             
    মোঃ আল-আমিন,ঝালকাঠি:: ঝালকাঠির রাজাপুরে নিলুফা বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশউদ্ধার করেছে থানা পুলিশ। 

    সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা সাংগর গ্রামের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিলুফা সাংগর গ্রামের কালু মৃধার 
    প্রথম স্ত্রী। কিটনাশক পানে তাঁর মৃত্যু হয়েছে বলে স্বামী গ্রামে প্রচার করলেও বিষয়টি রহস্যজনক হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, কালু মৃধা একবছর আগে দ্বিতীয় বিয়ে করেন প্রতিবেশী বিধবা দুলী বেগমকে। দুলী বেগমের দুটি সন্তান রয়েছে।এনিয়ে প্রথম স্ত্রী নিলুফার সাথে প্রায়ই ঝগড়া হতো। 

    গতরাতে (রবিবাররাত ৯ টার দিকে) কালু মৃধা বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়িতে আসতে তার বিলম্ব হওয়ায় নিলুফা বেগম সন্দেহ করেন, তার স্বামী দ্বিতীয় স্ত্রী দুলীর বাড়িতে গিয়েছিল। এতে কালু ও নিলুফার মধ্যে ঝগড়া হয়। রাতে নিলুফার মৃত্যু হয়।

    খবরপেয়ে সকালে পুলিশ গেলে স্বামী কালু মৃধা জানান, কীটনাশক পানে স্ত্রীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক বিধায় পুলিশ লাশ উদ্ধার করেথানায় নিয়ে আসে।


    প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০