• সর্বশেষ আপডেট

    বাগমারায়”কোলাবিল মৎস্য চাষ প্রকল্পে”র উদ্যোগে ২০০পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন


    মোঃ মুকুল হোসেন, বাগমারা:: করোনা ভাইরাস প্রতিরোধে  গনসচেতনতামূলক প্রচারনার পাশাপাশি সোমবার বিকেলে উপজেলার নরদাশ বাজারে কোলাবিলের অফিসে “কোলাবিল মৎস্য চাষ প্রকল্পে উদ্যোগে উক্ত বিলের চারপাশের ৫টি গ্রামের প্রায় ২০০টি পরিবারের মাঝে ১০কেজি চাল,১কেজি পিয়াজ ও ১টি করে সাবান, নির্দিষ্ট দুরুত্ব বজায় রেখে বিতরন করা হয়েছে।


    এসময় উপস্থিত ছিলেন কোলবিল মৎস্য চাষ প্রকল্পের উপদেষ্টা ও ইউপি সদস্য জনাব রফিকুল ইসলাম রফিক,কোলাবিল মৎস্য চাষ প্রকল্পের সভাপতি হাসান আলী সরদার,সহ-সভাপতি আব্দুস সালাম,সাধারন সম্পাদক সামসুল হক,সহ-সম্পাদক মাসুদ রানা,কোষাধক্ষ্য আবু-সাদাত সুগার প্রমূখ।

    এসময় তারা করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য শিক্ষক, ইমাম, সচেতন মানুষ সহ সকলের সহযোগীতা কামনা করেছেন


    প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০