Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  চান্দিনায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে কোরআন খতম


  কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কোরআন খতম, দোয়া ও মোনাজাত করা হয়।

  মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে চান্দিনা আল আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্স এর ৩০ জন ছাত্রের অংশগ্রহণে ওই কোরআন খতম হয়। পরে এতিম শিশুদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

  এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এনামুল হাসান খান রিপন, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, কাউন্সিলর সুরুজ ভূইয়া, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি প্রমুখ। এসময় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  কুমিল্লা উঃ জেলা প্রতিনিধিঃ
  Rajib Imam
  প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

  Post Top Ad