• সর্বশেষ আপডেট

    ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত


    ময়মনসিংহের ত্রিশালের এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে গাড়ী চাপায় দুই ভাই নিহত হয়েছে।শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের  ত্রিশালের কানহর এলাকায় দ্রুতগামী গাড়ী তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    নিহতরা হলেন, আব্দুর রহিম ও তার ভাই ব্যাংক কর্মকর্তা আব্দুল মজিদ, তাদের বাড়ি বৈলর পশ্চিম পাড়া গ্রামে। নিহত আব্দুর রহিম একজন মুক্তিযোদ্ধা।

    স্থানীয়রা জানান, শুক্রবার স্থানীয় মসজিদ থেকে এশার নামাজ শেষে দুই ভাই একত্রে বাড়ী ফেরার পথে দূর্ঘটনার শিকার হয়।

    ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    এর আগে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বালুভর্তি ড্রামট্রাক চাপায় পথচারীসহ ২ জন নিহত হয়।সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, শুক্রবার সকালে বালু ভর্তি একটি ড্রামট্রাক ভালুকা বাসস্ট্যান্ডের এলাকায় ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রিকশা ও এক পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনায় নিহত পথচারী আনোয়ার হোসেনের (৪০) পরিচয় মিললেও এখনও পর্যন্ত রিকশাচালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। নিহত রিক্সাচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

    মোঃ ফজলুল হক ভুঁইয়া
    ময়মনসিংহ।

    প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০