• সর্বশেষ আপডেট

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ত্রিশাল উপজেলা শাখার প্রতিবাদ সভা


    এনামুল হক,  ঃ- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ত্রিশাল উপজেলা শাখার উদ্দোগে সাংবাদিক বাংলা ট্রিবিয়নের আরিফুল ইসলাম রিগ্যানকে সাজা দেওয়ার জন্য প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ত্রিশাল উপজেলা শাখা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে।

    টাস্কফোর্স অভিযানের নামে মধ্যরাতে ঘরে দরজা ভেঙ্গে প্রবেশ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন আনসার সদস্য। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন আনসার সদস্যদের নিয়ে স্ত্রী সন্তানদের সামনে মারধর করে। এরপর আধা বোতল মধ ও দেড়শ গ্রাম গাজা রাখার অভিযোগে তাকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়।এজন্য আজ (১৭ মার্চ) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ত্রিশাল উপজেলা শাখার উদ্দোগে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

    প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ত্রিশাল উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ এনামুল হক। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ত্রিশাল উপজেলা শাখার সাধারন সম্পাদক এ এস এম জামাল উদ্দিন শামীম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ত্রিশাল উপজেলা শাখার সাংগঠিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হাসান শরীফ, ইলিয়াস আহাম্মেদ,পলাশ আহাম্মেদ, হাফেজ আতিকুল ইসলাম, রোবায়েত হোসেন , রিজন সরকার সহ আরও অনেকে। সভাপতি মোঃ এনামুল হক বলেন, অবিলম্বে এ ঘটনায় জড়িতদের সুষ্টু তদন্তের মাধ্যমে বিচার আওতায় আনতে হবে।


    প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০