• সর্বশেষ আপডেট

    সিভাসু’তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয়শিশু দিবস উদ্যাপন


    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান-এর প্রতি গভীর  শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ওএনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিবার। আজ মঙ্গলবার  সকাল  ৯টায়বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড.গৌতমবুদ্ধ দাশ।  এরপর  শিক্ষক  সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী ইউনিয়ন, প্রগতিশীল শিক্ষকফোরাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, হল ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালেশ্রদ্ধাঞ্জলি   নিবেদন  করা   হয়।

    শ্রদ্ধা   নিবেদনের  পর  উপাচার্য  শিশু,  ছাত্রছাত্রী,  শিক্ষক,কর্মকর্তা  ও কর্মচারীবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধু চত্বরে কেক কাটেন। এরপর  অনুষ্ঠিত হয়কবিতা  আবৃত্তি  ও  বক্তৃতা  প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতেঅংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিতছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুডসায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ, পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিংসেন্টার-এর পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ওয়ান হেল্থ ইনস্টিটিউট-এরপরিচালক   প্রফেসর  ড.  শারমীন  চৌধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, শিক্ষকসমিতির সভাপতি প্রফেসর ড. মো: মনিরুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতিডা. কাজী রোখসানা সুলতানা প্রমুখ।

    প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০