• সর্বশেষ আপডেট

    ইউএনও'এর ভ্রাম্যমান আদালত পরিচালনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা।


    মোঃ ফজলুল হক ভুঁইয়া ময়মনসিংহ- নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন বুধবার ১২ফেব্রুয়ারি ভ্রাম্মমান অাদালত পরিচালনা করে দুই বেকারিতে মেয়াদত্তীর্ণ  উৎপাদিত খাদ্যপণ্য রাখার দ্বায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে খবর পাওয়া যায়।

    ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, ময়মনসিংহ জেলার সহকারি পরিচালক  নিশাত মেহের, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহজাহান রতন, এসআইটি মোঃ আহসান উদ্দিন আকন্দ ও নান্দাইল মডেল থানার এসআই মোঃ লিটন মিয়া  উপস্থিত ছিলেন।

    ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারা মোতাবেক রাফি বেকারির মালিককে ২০ হাজার টাকা এবং মালেক বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    মালেক বেকারিতে উৎপাদনের অগ্রীম তারিখ, খোলা লবণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন যা মানুষের  স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও হুমকিস্বরুপএবং রাফি বেকারিতেও মেয়াদত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়। 

    gifs website


    প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০