• সর্বশেষ আপডেট

    গরম পড়লেই দূর হবে করোনাভাইরাস : ট্রাম্প


    এখন পর্যন্ত আবিষ্কার হয়নি মরণঘাতী করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক, জানা যায়নি এর সংক্রমণের উৎসও। বিজ্ঞানীরা দিনরাত মাথার ঘাম পায়ে ফেলছেন প্রাণঘাতী এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে।

    gifs website

    তবে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গ্রীষ্মকাল আসলে করোনা ভাইরাস এমনিতেই দূর হয়ে যাবে। সোমবার হোয়াইট হাউসে গভর্নরদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চলতি সপ্তাহে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, ‘গরমকাল আসলে ভাইরাস এমনিতেই চলে যাবে’।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাপমাত্রা এ ধরনের ভাইরাস মেরে ফেলতে পারে। এটা ভালো দিক। মূলত ডোনাল্ড ট্রাম্প তার ‘করোনা ভাইরাসের গ্রীষ্মকালীন তত্ত¡’ প্রথমবার প্রকাশ করেছিলেন গত সপ্তাহের টুইটে। ট্রাম্পের দাবি, এপ্রিল মাসের দিকে গরম পরার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলে যাবে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন ধারণার সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা। টেক্সাসের বেলর কলেজ অব মেডিসিনের ন্যাশনাল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন বিভাগের ডিন ড. পিটার হোটেজ বলেন, বসন্ত-গ্রীষ্মের সময় এসব (করোনা ভাইরাস সংক্রমণ) নেমে যাবে এটা মেনে নেয়া হবে খামখেয়ালি ব্যাপার। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. উইলিয়াম শ্যাফনার বলেন, ট্রাম্পের আশাই আমাদের আশা। তবে করোনা ভাইরাস গরমকালে চলে যাবে এ ধরনের জানা কোনো জ্ঞান আমাদের নেই। রয়টার্স।

    প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০