Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশে এসপি আহমার উজ্জামান


  মোঃ ফজলুল হক ভুঁইয়া - ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডষ্টোর বাজারে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জমান পিপিএম (সেবা)  বলেন, আপনারা আপনাদের সন্তানদের খোঁজ খবর রাখুন, সন্তান কোথায় যায় কার সাথে চলাফেরা করে তা নজর রাখুন। তিনি তাঁর বক্তৃতায় আরো বলেন, মাদক হচ্ছে সকল অপরাধের হোতা। সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। 

  তিনি বাল্য বিবাহ ইভটিজিং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। ইউপি চেয়ারম্যান আবুল কালাম মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সাংসদ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহিম সুজন,মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ আওয়ামীলীগ নেতা শরাফ উদ্দীন ভুইয়া, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ।অনুষ্টান সঞ্চালনা করেন যৌথভাবে থানার এসআই আনোয়ারুল ইসলাম ও উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মামুন। সমাবেশে বিভিন্ন স্কুল মাদরাসার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।


  gifs website


  প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০

  Post Top Ad