• সর্বশেষ আপডেট

    সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ভারতের ৬ বিচারপতি


    ভারতের সর্বোচ্চ আদালতের ছয়জন বিচারপতি একই সঙ্গে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নিজেই একথা এজলাসে বসে জানিয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

    gifs website

    তিনি ভরা আদালতেই বলেন যে ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকে বসেছেন সংক্রমণ আটকানোর জন্য কী করা যায়, তা স্থির করতে।

    ভারতের বিচারব্যবস্থার সংবাদ প্রকাশ করে এমন একটি ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এক শুনানি চলার সময় ছয় বিচারপতির ফ্লু আক্রান্ত হওয়ার কথা সিনিয়র আইনজীবী এ  সুন্দরমকে জানিয়েছেন বিচারপতি অরুণ মিশ্রও। 

    অসুস্থ বোধ করলে আদালতে না আসার জন্য আবেদন জানিয়েছেন বিচারপতি মিশ্র। 

    বিচারপতি সঞ্জীব খান্নাকে মঙ্গলবার মাস্ক পরেই এজলাসে বিচারকাজ চালাতে দেখা গেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। 

    সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুষ্মন্ত দাভে গণমাধ্যমকে বলেছেন, ‘ছয় বিচারপতির খবর শুনে প্রধান বিচারপতি এস এ বোবঢ়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আদালতের চিকিৎসাকেন্দ্রে অতিদ্রুত সোয়াইন ফ্লুর প্রতিষেধক টিকা দেওয়ার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন।’

    একেকটি প্রতিষেধক টিকার দাম বারশ রুপি।

    আদালতে যারা আসেন, সেই সব আইনজীবী, জুনিয়ার উকিল, সাংবাদিক বা বিচারপ্রার্থী - সবার কাছে টিকা নেওয়ার অর্থ নাও থাকতে পারে। তাই আপাতত দশ লাখ রুপি অর্থও বরাদ্দ করা হয়েছে।

    প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০