Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এবং এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ত্রিজ লিমিটেডের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর


  রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এবং এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ত্রিজ লিমিটেড গত ১১ই ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ত্রিজ লিমিটেডের পক্ষ্য থেকে এর পরিচালক মণ্ডলীগণ রাবেজ আহমেদ, সাজির আহমেদ এবং রাহিল আহমেদ।

  রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর পক্ষ্য থেকে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক রবিন এডওয়ারডস প্রমুখ। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এবং এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ত্রিজ লিমিটেডের প্রচার এবং প্রসারই এই সমঝোতার মূল উদ্দেশ্য বলে জানা যায়।


  gifs website


  প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০

  Post Top Ad