Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  নেইমার লকারে সাপ দেখে আঁতকে উঠলেন (ভিডিও)
  লকার খুলতেই কালো সাপ দেখে আঁতকে উঠলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তবে এই সাপ সত্যিকারের ছিল না। নেইমারকে ভয় দেখাতে ক্লাব সতীর্থরা খেলনা সাপ রেখে দিয়েছিলেন নেইমারের লকারে।

  সাপ নিয়ে এমন ভয় দেখানোর কারণও আছে। ফুটবল পায়ে প্রতিপক্ষের দঙ্গল এড়িয়ে সাপের মতো আঁকাবাঁকা দৌড় যার ট্রেডমার্ক, সেই নেইমারের আবার সর্পভীতি অনেক বেশি কিনা! সে কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পিএসজি সতীর্থরা ড্রেসিংরুমে তার লকারে একটা ভয়ংকর সাপের রেপ্লিকা রেখে দেন। স্বাভাবিকভাবেই নেইমার সেটি জানতেন না। আর দশদিনের মতোই ড্রেসিংরুমে নিজের লকার খুলতে গিয়েই সেটি চোখে পড়ল, এরপর তো তার অবস্থা খারাপ!

  ভয় পাওয়ার পর নেইমারের প্রতিক্রিয়া কেমন হয়, সেটি বিশ্বকে জানানোর প্রস্তুতিও আগে থেকেই নেয়া ছিল পিএসজি ড্রেসিংরুমে। নেইমার লকার খুলতে যাওয়ার সময় থেকেই ঘটনাটার ভিডিও করে সেটি ইনস্টাগ্রামে দিয়েছেন পিএসজিতে তারই আর্জেন্টাইন সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস।

  তবে ভয়টা দু-এক সেকেন্ডেরই। এটা যে আসল সাপ নয়, তিনি যে সতীর্থদের খুনসুটির শিকার হচ্ছেন, সতীর্থদের হাসি দেখেই সেটি বুঝতে বাকি থাকেনি নেইমারের।


  প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০

  Post Top Ad