Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  পাখি'র খোলামেলা ভিডিও ভাইরাল - স্টার জলসা
  স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’তে পাখি চরিত্রে অভিনয় করা মধুমিতা সরকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে প্রথমবারের পাখিকে খোলামেলা পোশাকে দেখা গেছে।

  প্রযোজনা সংস্থা এসভিএফ’র তরফে প্রকাশ্যে আনা হয়েছে দেব অরিজিৎ ও নিকিতা গান্ধীর গাওয়া এই গানটি। ছবির টিজারের মতোই ‘শুনে নে’ গানটির দৃশ্যায়নেও সাহসী চরিত্রে ধরা পড়েছেন মধুমিতা সরকার।

  খোলামেলা পোশাকে বিছানায় বসে রয়েছেন মধুমিতা। আর তাকে গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন অর্জুন। এমনই একটি দৃশ্যায়নে উঠে এসেছে ‘লাভ আজ কাল পরশু’র শুনে নে গানটি।

  'শুনে নে' গানটির দৃশ্যায়নে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা অর্জুন চক্রবর্তী ও মধুমিতা সরকারকে। এমনকি এই গানে সুইমিং পুলের নিচে অর্জুন-মধুমিতার একটি চুম্বনের দৃশ্যও রয়েছে।  প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০

  Post Top Ad