• সর্বশেষ আপডেট

    পদ্মা সেতুতে বসলো আরো একটি স্প্যান, সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান


    ফাইল ছবি


    মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর ২২তম স্প্যান। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে স্প্যানটি বসালে সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হয়।

    সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হয়। মাওয়া পাড় থেকে সবচেয়ে কাছের স্প্যান এটি।

    জাজিরা প্রান্তে এক সাথে যখন ১০টি স্প্যান দৃশ্যমান, সে তুলনায় মাওয়া প্রান্তে মাত্র ১টি স্প্যান বসেছিলো। এখানকার ৬ ও ৭ নম্বর পিলারের ওপরের স্প্যানটি অস্থায়ীভাবে বসানো ছিলো বছর খানেক আগেই। গত মাসে এটিকে স্থায়ী পিলারে তোলা হয়। এবার এ প্রান্তে দ্বিতীয় স্প্যান বসানো হলো।

    চলতি মাসের প্রথম স্প্যানটি বসে ১৪ জানুয়ারি, জাজিরা প্রান্তে। দ্বিতীয় স্প্যানটি বসানোর কথা ছিলো ২৫ জানুয়ারি। কিন্তু এ দিন চীনের নতুন বছর শুরু। তাই দেশটির প্রকৌশলীদের নবববর্ষ উদযাপনের সুবিধার্থে তা এগিয়ে আনা হয়েছে ২ দিন।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০