জেনারেল কাসেম সোলাইমানির স্থলাভিষিক্ত জেনারেল ইসমাইল কায়ানি
ইরানের জেনারেল কাসেম সোলাইমানির পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খমেনি, ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি কে কুদস ফোর্সের প্রধান এর দায়িত্ব দিলেন।
সর্বোচ্চ নেতার নিয়োগপত্রে বলা হয়েছে, আইআরজিসি শীর্ষস্থানীয় কমান্ডারদের একজন হচ্ছেন ইসমাইল কায়ানি। তিনি ইরাকের চাপিয়ে দেওয়া প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বহু বছর ধরে কুদস ফোর্সে শহীদ জেনারেল সোলাইমানির পাশে থেকে গোটা অঞ্চলে সেবা দিয়েছেন।
কুদস ফোর্সের কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। সর্বোচ্চ নেতা নতুন কমান্ডার ইসমাইল কায়ানির সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ (শুক্রবার) ভোর একটায় ইরাকের বাগদাদ বিমান বন্দরের কাছে আমেরিকার সেনাবাহিনীর হামলায় জেনারেল সুলাইমানি মৃত্যু বরন করেন।
প্রকাশিত: শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২০