নতুন বছরের শুরুতেই হোঁচট খেল টটেনহাম
নতুন বছরের প্রথম দিনেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন কেন। সাউদ্যাম্পটনের বিপক্ষে ইংলিশ লিগের ম্যাচে পাওয়া তার চোট কতটা গুরুতর সেটা বোঝা যাচ্ছিল না। পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ ভক্ত-সমর্থকদের দুঃসংবাদটা দিয়েছে টটেনহাম।
কিন্তু চোট নিয়ে কতদিন মাঠের বাইরে থাকবেন স্পার্সদের অধিনায়ক? এই প্রশ্নের উত্তরও এখন অবধি খোলাসা করেনি টটেনহাম। তবে আশঙ্কা করা হচ্ছে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। আপাতত ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে কেনকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
গেল বুধবার সাউদ্যাম্পটনের মাঠে ১-০ গোলে হেরেছে টটেনহাম।হারের ধকল কাটিয়ে ওঠার আগে ওই ম্যাচ থেকে আরো একটা হোঁচট খেতে হলো তাদের। কেনের ইনজুরি নিয়ে টটেনহাম কোচ হোসে মরিনহো বলেছেন, আমরা জানি দলে ওর প্রভাব কতটা। অকে ছাড়া খেলা প্রতিটি মিনিট আমাদের জন্য কঠিন।
প্রকাশিত: শনিবার, ০৪ জানুয়ারি, ২০২০