• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বিএনপির প্রার্থীদের অভিযোগ দেখার জন্য নির্বাচন কমিশন, সরকার নয়




    সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

    শুক্রবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ একথা বলেন। 

    মন্ত্রী বলেন, বিএনপির প্রার্থীদের অভিযোগ দেখার জন্য নির্বাচন কমিশন রয়েছে, সরকার নয়।

    এসময় তিনি বলেন, বিএনপি প্রার্থীরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে। বিষয়টি দেখভাল করছে নির্বাচন কমিশন, এটি সরকারের বিষয় নয়। সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে। 

    তিনি আরো বলেন, তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা। মির্জা ফখরুল সাহেব যে কথাটি বলেছিলেন সেটার ধারাবাহিকতায় মওদুদ সাহেব একই কথা বলেছেন। 


    প্রকাশিত: শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২০