• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করেন না: পররাষ্ট্রমন্ত্রী

     

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশ কিছু করলেই সঙ্গে সঙ্গে বিদেশিরা চিৎকার করেন। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। এটি জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই। পৃথিবীর আর কোথাও অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ান না।’

    শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যমে বিদেশিদের মন্তব্যগুলো অতি প্রচারের ফলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলেন এবং নিজেদের এ দেশের সম্রাট মনে করে মজা পান।’


    বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে পরামর্শ দেন তিনি।

    এর আগে সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমির দেওয়া সিলেটের পাঁচ গুণিজনের হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।

    প্রকাশিত শুক্রবার ২১ জুলাই ২০২৩