• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নাবলুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত, আহত ৪

     

    অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছে আরও ৪ জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়ে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্ট।

    ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, অন্তত চার ফিলিস্তিনি বন্দুকের গুলিতে আহত হয়েছেন, দুজনের অবস্থা আশঙ্কাজনক। নাবলুসের পূর্ব অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

    নাবলুস অধিকৃত পশ্চিম তীরের শহর। এটি এখন ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। শহরটি দখলমুক্ত করতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো লড়াই করছে।  


    ইসলামিক জিহাদ সংগঠনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়ন জানায়, শহরের একটি উপাসনালয়কে কেন্দ্র করে দখলকারী বাহিনী এবং বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে তারা লড়াই করছে।

    এ ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।  

    চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনি শহর জেনিনে ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। এতে ১২ ফিলিস্তিনি নিহত হয়, আহত হন শতাধিক। অভিযানের মুখে হাজার হাজার ফিলিস্তিনি শহর ছেড়ে পালিয়ে যায়। ইসরায়েলি সেনারা শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

    সূত্র: আল জাজিরা
    প্রকাশিত শুক্রবার ২১ জুলাই ২০২৩