• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ইউপি মেম্বারের ঘর থেকে মৎস ভিজিএফ এর ১০০ বস্তা চাল উদ্ধার।

     

    জেলা প্রতিনিধি বরগুনা : বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বটতলার বিলের বাড়ির কবির হাওলাদারের ঘর থেকে মৎস্য ভিজিএফ এর ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে।

    রবিবার রাত সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তা সাহা এ চাল জব্দ করেন। মৎস্য ভিজিএফ কর্মসূচির এ চাল বিতরণ না করে কবির হাওলাদারের ঘরে মজুদ করে রাখা হয়।

     এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তার পুলিশসহ উক্ত বাড়িতে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তিনি চাল জব্দ করনে।উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা বলেন, একশ বস্তা জব্দ করা হয়েছে। 

    এই বিষয়ে  উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন এসকে বলেন, গুপন সংবাদ পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি ব্যবস্থা নিতে, তিনি গিয়ে ইউপি সদস্যের বাড়ি থেকে ১০০ বস্তা চাল জব্দ করেন।
    প্রকাশিত সোমবার ০৩ এপ্রিল ২০২৩