• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বাইজিদের জানাজা শেষে বাড়ির সামনে ভেশে এলো ইউসুফের লাশ

     


    মোঃ  শাকিল আহমেদ, বরগুনাঃ ছয় দিন আগের ঘটনায় সুন্দরবনের নিকট সাগরে মাছ ধরতে গিয়ে ডুবে গিয়েছিলো দুই চাচাতো ভাই ইউসুফ বেপারী ও বায়জিদ বেপারী। 

    ডুবে যাওয়ার পর থেকেই অনেক খোজাখুজির পরও পায়নি স্বজনেরা তাদের কোন হদিস। 

    ছয়দিন পরে মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক  ৫ টার দিকে বায়েজিদের লাশ সাগর ভাসমান অবস্থায় পেয়ে বাড়িতে নিয়ে আসে। 

    আজ বুধবার (১১ জানুয়ারী)  বাইজিদের জানাজা নামাজ চলছিলো। 

    ঠিক এমন সময় খবর হলো অপর ভাই ইউসুফের লাশ বাড়ির সামনে বলেশ্বর নদীতে ভাসছে। 



    গত ৩ জানুয়ারি পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের দুই চাচাতো ভাই ইউসুফ বেপারী ও বায়েজিদ বেপারী সাগরে মাছ শিকার করতে যায়। ৪ জানুয়ারি পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দুরে সুন্দরবন এলাকার পক্ষিদিয়া এলাকায় মাছ ধরতে ছিল। রাত দেড়টায় সময় তাদের নৌকা সাগরে ডুবে গেলে ককশীটে ভেসে থাকা অবস্থায় বাঁচবার জন‍্য আকুতি জানিয়ে বায়েজিদ মায়ের কাছে ফোন করেছিল। তাদেরকে উদ্ধার করতে গিয়ে ভাসমান ককশীট পাওয়া গেলেও ইউসুফ ও বায়েজিদ দুই ভাইকে পাওয়া যায়নি। 

    গতকাল সাগর থেকে ফিরে আসা একদল লোক খবর দেয় সাগরে একটি ভাসমান লাশ দেখতে পেয়েছে। নিহতের স্বজনেরা গতকাল সন্ধ্যায় বায়েজিদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করলেও খোঁজ পায়নি ইউসুফের। 

    আজ ১১ জানুয়ারী সকাল ১০ দশটায় বায়েজিদের জানাজা নামাজ শেষ হতেই খবর এলো বাড়ির কাছে বলেশ্বর নদীতে ভাসছে ইউসুফের লাশ। 

    প্রকাশিত বুধবার ১১ জানুয়ারি ২০২২