• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বামনায় সড়ক দুর্ঘটনায় আহত শিশু ও নারী সহ ০৬ জন।

     


    মোঃ শাকিল আহমেদ, বরগুনাঃ বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলার সাস্থ্য কমপ্লেক্সর সামনে আগামী কাল ২০ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ০৬ টায় ঘটনাটি ঘটে। 



    চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী দিদার বাসটি ২০, ডিসেম্বর  সন্ধা ৬ টার সময় ডৌয়াতলা-মদিনা বাজার সড়কের ডৌয়াতলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কিছুটা সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তাল গাছের সাথে জোরে ধাক্কা দেয়। 

     


    ফলে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে শিশু ও নারীসহ ৬ জন আহত হয়।


    যাত্রীদের অভিযোগ চালক মাদকাসক্ত ছিলেন।


    দুর্ঘটনার সময় বাসটিতে থাকা এক যাত্রীর বর্ণনা মতে-

    "চালক বাসটি খুব দ্রুত চালাচ্ছিল। যাত্রীরা নিষেধ করলেও  চালক তা শোনেননি।"


    ওখান কার স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান বাসটি বেপরোয়া ভাবে চালিয়েছে, বাস ড্রাইভার যার কারনেই দূর্ঘটনার শিকার হয়েছে। তাদের মতামত এমন ভাবে বেপরোয়া গাড়ি চালানো হলে এতে যাত্রীদের জীবনের নিরাপত্তা কোথায়।


     তাই ঘটনা স্থানের দর্শক ও দূর্ঘটনার শিকার যাত্রীরা বাস চালকের শাস্তির দাবি জানান বাস কতৃপক্ষের কাছে। 
      প্রকাশিত বুধবার ২১ ডিসেম্বর ২০২২