• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পাথরঘাটায় মাদ্রাসা পড়ুয়া ছাত্র নিখোজ।

     


    মো. শাকিল আহমেদঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় গত ১৭ সেপ্টেম্বর  শনিবার থেকে ইব্রাহীম গাজী (১৫) নামক এক মাদ্রার ছাত্র নিখোঁজ রয়েছে। 

    বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের হাতেমপুর গ্রমের বাসিন্দা মোঃ রুস্তম গাজীর ছেলে ইব্রাহিম। 


    ইব্রাহিম গাজী ঢাকার একটি হিফজ খানা মাদ্রাসার ছাত্র। গত ১৬ সেপ্টেম্বর বিকাল ৪.৩০ মিনিটের সময় কাকচিড়া লঞ্চঘাট থেকে লঞ্চে করে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।


    ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকা সদরঘাট নামলে সেখানে লঞ্চের আনসার তাকে সন্দেহ করে ধরে এবং জিজ্ঞেস করে এই বাচ্চা তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছ। তখন ইব্রাহীম বলে না আমি ঢাকায় হিফজ খানায় লেখা পড়া করি, আমি মাদ্রাসায় যাব, পরে আনসার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বাচ্চাটির কাছ থেকে তার বাবার মোবাইল নম্বর নেন এবং তার সাথে কথা বলেন।


    তারপর ইব্রহীমের বাবা মাদ্রাসায় যোগাযোগ করে জানতে পারে ইব্রাহিম মাদ্রাসায় পৌছায়নি এবং তার কোন খোজ পাওয়া যায়নি।  তখন থেকেই ইব্রহিম নিখোজ রয়েছে। ইতি মধ্যে  তার অবিভাবোগ তাকে খোজ করতে শুরু করেছে। 
    ইব্রাহিম এর গায়ের রং কালো,  উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি, পড়নে ছিল সাদা রঙের পাঞ্জাবি ও পাজামা। 
    এ ব্যাপারে ১৯ সেপ্টেম্বর  পাথরঘাটা থানায়  একটি জিডিও করা হয়েছে।  

    প্রকাশিত সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২