পাথরঘাটায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নারীর মৃত্যু।
মো. শাকিল আহমেদঃ বরগুনার পাথরঘাটায় সড়ক দূর্ঘটনায় আছিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোটপাথরঘা সাইক্লোন সেন্টারের সামনে পাথরঘাটা -কাকচিড়া সড়কে এঘটনা ঘটে।
আছিয়া বেগম একই ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের লাকুরতলা এলাকার ইয়াকুব আলীর স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে আছিয়া বেগম সকালে তাদের নিজ বাড়ি থেকে বের হয়ে বড় ছেলে হারুনের বাসনায় রওনা হন। এসময় ছোটপাথরঘাটা সাইক্লোন সেন্টারের সামনে বসে রাস্তা পার হয়ে রিক্সায় উঠতে গেলে উত্তর দিক থেকে আসা একটি বিভাটেক গাড়ি ধাক্কা দেয়।
এসময় আছিয়া বেগম লুটিয়ে পড়লে স্থানীয়রা এসে আছিয়া বেগমকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্বার মৃত্যুর ঘোষনা করেন।
প্রকাশিত সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২