• সর্বশেষ আপডেট

    মহাসড়কে মাইক্রোবাসেই পুড়ে মরলেন নারী

     

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় মাইক্রোবাসের অন্যসব যাত্রী ও চালক বের হতে পারলেও ফাতেমা বেগম (২৭) নামের এক নারী আটকে পড়েন। পরে মাইক্রোবাসেই আগুনে পুড়ে মারা যান তিনি। এ সময় তিনি চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করতে পারেননি। শনিবার (৬ আগস্ট) বেলা ১১টায় এই ঘটনা ঘটেছে।

    জানা গেছ, মাইক্রোবাসটি ঢাকার টঙ্গী থেকে ৯ যাত্রী নিয়ে নোয়াখালীতে যাচ্ছিল। সেখানে নিহত ফাতেমার ভাইয়ের নতুন শ্বশুর বাড়ি। কয়েকদিন আগেই তার ভাইয়ের বিয়ে হয়। ভাইয়ের সঙ্গে পরিবার নিয়ে যাচ্ছিলেন নোয়াখালী। কুটুম্বপুর এলে গাড়ির চাকা ফেটে যায়। এ সময় রাস্তায় উলটে পড়ে গাড়িতে আগুন ধরে যায়।


    স্থানীয়দের সাহায্যে গাড়ির চালকসহ আট যাত্রী বের হতে পারলেও ফাতেমা বের হতে পারেননি। পরে গাড়তে পরিবারের সবার সামনেই পুড়ে মারা যান ফাতেমা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ওই গাড়িতে ফাতেমার নববিবাহিত ভাইসহ পরিবারের আট সদস্য ছিলেন।


    ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, মাইক্রোবাসটি আমাদের থেকে কাছেই আছে। নিহতের মরদেহ পরিবার নিয়ে গেছে। ফাতেমা বেগমের বাড়ি ফরিদপুর জেলায়। তারা গাজীপুরের টঙ্গী এলাকায় ভাড়া থাকেন। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
    প্রকাশিত শনিবার ০৬ আগস্ট ২০২২