• সর্বশেষ আপডেট

    চুয়েটে “নগরাঞ্চলের নিম্নআয়ের মানুষের জন্য স্যানিটেশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

     

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগ আয়োজনে এবং আইটিএন বুয়েটের সেন্টার ফর ওয়াটার সাপ্লাই অ্যান্ড ওয়াস্ট ম্যানেজমেন্ট-এর সহযোগিতায় “নগরাঞ্চলের নিম্নআয়ের মানুষের জন্য স্যানিটেশন (স্যানিটেশন ফর আরবান লো-ইনকাম কমিউনিটিজ/ Sanitation for Urban Low-Income Communities) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

     আজ ২৮শে আগস্ট (রবিবার) ২০২২ খ্রি. বেলা ১.০০ ঘটিকায় পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের প্রভাষক জনাব মায়শা কবির। দুইদিনব্যাপী উক্ত সেমিনারে পুরকৌশল বিভাগের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

    প্রকাশিত রবিবার ২৮ আগস্ট ২০২২