• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বেস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম এর আয়োজনে চট্টগ্রামে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

     

    সুরমা আক্তার ঃ চট্টগ্রাম  নগরীর স্টেশন রোডস্থ এশিয়ান এসআর হোটেলে বেস্ট ই- কর্মাস প্ল্যাটফর্মের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা সম্মেলন এডমিন রোকসানা রলির  সভাপতিত্বে এবং এডমিন নিপু হাসান ও অ্যাডভোকেট মোহাম্মদ জাফর হায়দার এর  যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

    সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ টেক্স লইয়ার্স এসোসিয়েশন এর সাবেক ডেপুটি সেক্রেটারি জেনারেল আলহাজ্ব নূর হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ কামরুল হাসান পিপিএম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ওমেন চেম্বারের পরিচালক সাহেলা আবেদীন।

    এসময় আরো বক্তব্য রাখেন,গার্লস প্রাইরোটি গ্রুপের এডমিন তাসনুভা আনোয়ার ব্লগার অপু দি স্পাইডার বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু সাবেক সহ সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল আল মামুন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট লায়লা নূর আমাদের নতুন সময় চট্টগ্রামের ব্যুরো প্রধান কামাল পারভেজ, দিগন্ত নিউজের প্রধান  সম্পাদক নুরউদ্দীন খান সাগর, চ্যানেল মানবাধিকারের সম্পাদক নেজাম উদ্দিন সহ সম্পাদক সাইফুল ইসলাম ও আলী আকবর উপদেষ্টা এইচ এম ইউসুফ উপস্থিত ছিলেন ই-কমার্স কমিউনিটির এডমিন অনিন্দ্য প্রয়াস জহিরুল আলম তুহিন সঞ্জয় চৌধুরী এফ কমার্স কমিউনিটি বাংলাদেশ এর এডমিন এ এম ফারুক, ইজি শপিং সিটি গ্রুপের এডমিন মোহাম্মদ রাকিব উদ্দীন,একটিভ ই-  কমার্স এর এডমিন রিতা, এসকে গ্রুপের  এসকে নিশি সরোয়ার, সওদা গ্রুপের এডমিন আরিফা ইসলাম এডভোকেট মাসুদুল আলম অ্যাডভোকেট সৈয়দ মোঃ মাহাবুবুল কাদের এডভোকেট মোঃ শহিদুল আলম বিইসিপি মডারেটর পারেল আহমেদ রোহান, এডভোকেট রোমেলা উম্মে হাবিবা আর্ফিন শাফায়েত আলভী এমপি মিরাজ,  জান্নাতুল নাঈম হীরা, আবু হানিফ দীপক দে প্রমুখ। 

    দিনব্যাপী আয়োজন ঢাকা ও চট্টগ্রামের আটাইশ জন  উদ্যোক্তা পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

    প্রকাশিত রবিবার ২৮ আগস্ট ২০২২