• সর্বশেষ আপডেট

    বিএনপি বিদেশিদের কাছে নালিশ দিয়েই যাচ্ছে: শাজাহান খান

     

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘বিএনপি বিদেশিদের কাছে নালিশ দিয়েই যাচ্ছে। বিদেশিরা আমাদের দেশে সহযোগিতা ও পরামর্শ দিতে পারে। কিন্তু বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপের কোনও সুযোগ নেই।’

    শুক্রবার (২৬ আগস্ট) সকালে মাদারীপুর শহরের সেলিনা কমপ্লেক্সে মহিলাবিষয়ক অধিদফতরের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

    শাজাহান খান বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে প্রথমে দেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে আজ এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। জিয়াউর রহমান ও খালেদা জিয়া ক্ষমতায় থাকতে দেশে তিন লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন। সেই রাস্তা দেখেই পরে কয়েক লাখ রোহিঙ্গা আবার দেশে ঢুকে পড়ে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’


    তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের ওপর যখন চরম আঘাত এসেছে, তখন প্রতিবেশী দেশ হিসেবে তারা বাংলাদেশে এসেছে। শুরুতে শেখ হাসিনার সরকার তাদের বাধা দিয়েছিল, পরে মানবিক কারণেই আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের শুধু আশ্রয়ই দেওয়া হয়নি, তাদের জন্য বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে।’

    আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘দেশে আর কোনও দিন সামরিক শাসন কিংবা সেনাবাহিনী ক্ষমতায় আসবে, সেই সুযোগ কিংবা পরিবেশ নেই। সংবিধানেও এমন কিছু নেই। আর সেনাবাহিনী সেই কাজটি করবেও না। বিএনপি মনে করছে আন্দোলন-সংগ্রাম করে শেখ হাসিনা সরকারকে হটাবে। এই সরকার আন্দোলন কিংবা সংগ্রাম করে হটানোর মতো দল নয়। এই সরকার জনগণের ভিত্তি করেই রাজনীতি করে আসছে।’

    এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মহিলা বিষয়ক অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।
    প্রকাশিত শুক্রবার ২৬ আগস্ট ২০২২