• সর্বশেষ আপডেট

    রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ



    রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বুধবার (৮ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁও সাত রাস্তা থেকে এ মিছিল শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বর গিয়ে শেষ হয়।

    মিছিলটি সোনারগাঁও হোটেলের সামনে কিছু সময় অবস্থান করে। এসময় সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মিছিলে ঢাকা উত্তর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। 

    কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন— বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এসময় আরও উপস্থিত ছিলেন— দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহাবুদ্দিন ফরাজি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহানগরের নেতারা।

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না।’

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে নানক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব ইট মারলে পাটকেলটি খেতে হবে। এটি মনে রাখতে হবে। কেউ যদি আঘাত করে, তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তুত রয়েছি।’

    তিনি আরও বলেন,  ‘আওয়ামী লীগ হঠাৎ করে কোনও সামরিক জান্তার পকেট থেকে বেরিয়ে আসা দল নয়। এটি মনে রাখতে হবে। কেউ যদি আঘাত করে তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

    নানক বলেন, ‘এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বিনির্মাণে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি (শেখ হাসিনা)। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনও কারণ নেই। আজকের সমাবেশ এটাই প্রমাণ করে।’

    ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন শেখ বজলুর রহমান।  সমাপনী বক্তব্যে সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। যানজটের ভোগান্তির কারণে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।


    প্রকাশিত: সোমবার ০৬ জুন ২০২২