• সর্বশেষ আপডেট

    অধিনায়কত্ব ছেড়েও ভাগ্য বদলালো না মুমিনুলের

     সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে পেসার কেমার রোচ বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আবারও গতির ঝড় তুললেন ক্যারিবিয়ান পেসার। প্রথম ওভারে ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফেরানোর পর তৃতীয় ওভারে বিদায় দিয়েছেন নাজমুল হোসেন শান্তকে। মুমিনুলকে ফিরিয়ে উইকেট উৎসবে যোগ দেন জেইডেন সিলসও। তাতে ৫.৩ ওভারের মাঝে ৩ উইকেট হারিয়ে বিপদে রয়েছে বাংলাদেশ। ১০ ওভারে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান। তামিম ব্যাট করছেন ১৯ রানে, সঙ্গী লিটন দাস ৭ রানে। 

    শুরুতে টস জিতে ফিল্ডিং নেওয়া ওয়েস্ট ইন্ডিজ যে পেসারদের সহায়তা পাবে, তা অনুমিতই ছিল। প্রথম ওভারে রোচের বাড়তি বাউন্সারে ধোঁকাও খান জয়। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে বনারের হাতে। তাতে রানের খাতা না খুলেই ফিরেছেন এই তরুণ। তৃতীয় ওভারে রোচের গতিময় প্রথম বলটিতো স্টাম্প উপড়ে দিয়েছে শান্তর। তার বিদায়ে ৩ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের।

    প্রকাশিত: বৃহস্পতিবার ১৬ জুন ২০২২