• সর্বশেষ আপডেট

    ইউক্রেনে তিন হাজারেরও বেশি বেসামরিক নিহত: জাতিসংঘ


    ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে তিন হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এমন তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর)। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    ওএইচসিএইচআর-এর পক্ষ থেকে তিন হাজার ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা বলা হয়েছে। তাদের বেশিরভাগই ক্ষেপণাস্ত্র হামলা এবং বিমান হামলার মতো ঘটনায় নিহত হয়েছে।

    যুদ্ধবিধ্বস্ত দেশটির সব জায়গার প্রকৃত তথ্য সংগ্রহে সীমাবদ্ধতার কারণে নিহতের প্রকৃত সংখ্যা ঢের বেশি হতে পারে বলেও জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর।

    প্রকাশিত: সোমবার ২ মে ২০২২