• সর্বশেষ আপডেট

    রুশ তেলের ওপর নিষেধাজ্ঞায় সমর্থন দেবে জার্মানি?


    রাশিয়া থেকে তেল আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য নিষেধাজ্ঞায় সমর্থন দিতে প্রস্তুত জার্মানি। নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন দেশটির অর্থনীতি ও জলবায়ু বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক। তবে একইসঙ্গে তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপের জন্য রুশ জ্বালানির ওপর ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর নির্ভরতার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক এক বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন রবার্ট হ্যাবেক।

    তিনি বলেন, জার্মানির অবস্থান হলো, একটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতির দিকে না গিয়ে আগে আমাদের পদক্ষেপগুলো ভালোভাবে প্রস্তুত করতে হবে। রাশিয়ার ওপর জোটের সদস্য দেশগুলোর নির্ভরতা এবং ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেওয়ার মতো বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে।

    প্রকাশিত: সোমবার ২ মে ২০২২