আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি, টিপ পরা অভিনেতাদের কটাক্ষ সিদ্দিকের
রাজধানীতে টিপ পরায় শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় নারীদের পাশাপাশি অনেক পুরুষ টিপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতাও। তাদের কটাক্ষ করে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান।
ফেসবুকে কয়েকজন পুরুষ অভিনেতার টিপ পরা ছবি একসঙ্গে পোস্ট করে সিদ্দিকুর রহমান লিখেছেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি... আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক... মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন।
আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন। ’
উল্লেখ্য, টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানকে বেশিরভাগ সময় কমেডি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।