• সর্বশেষ আপডেট

    সুবিধাবঞ্চিতদের জন্য নিজের পোশাক পাঠালেন নুসরাত ফারিয়া



    যারা অভিনয় করেন করেন তাদেরকে পর্দায় বিভিন্ন পোশাকে দেখা যায়। এসব পোশাক বাস্তবে তেমন ব্যবহার করা হয় না।

    ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার সেইসব অব্যবহৃত পোশাক সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হবে।
    জানা যায়, সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছে এই কাজটি করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এগুলো ফারিয়া ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেছে। এই সংগঠন পোশাকগুলো সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করবে।

    এ বিষয়ে নুসরাত ফারিয়া জানান, সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের কাপড় বিতরণের পরিকল্পনা পছন্দ হয়েছে তার। সে কারণে গত বছর কোরবানির ঈদেও তিনি কাপড় দিয়েছিলেন।

    তবে ফাউন্ডেশনটি ভিন্ন প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করছে। একেবারে ফ্রিতে নয়, ১০ টাকার বিনিময়ে একেকটি পোশাক পাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষেরা। এতে করে দান নয়, তারা উপহার হিসেবে গ্রহণ করেন। গত ৫ বছর ধরে কাজটি করে আসছে ফাউন্ডেশনটি।

    এর আগে ফাউন্ডেশনটির উদ্যোগে অভিনেত্রী জয়া আহসান এবং শবনম ফারিয়াও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের পোশাক দিয়েছেন। 

    প্রকাশিত: বুধবার ২৮ এপ্রিল ২০২২