• সর্বশেষ আপডেট

    আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত পানি কমা অব্যাহত থাকতে পারে


    দেশের উত্তর-পূর্বাঞ্চল  অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টায় উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নাই। ফলে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল জেলার প্রধান নদ-নদীগুলোর পানি কমা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি কমতে শুরু হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং  উজানের ভারতীয় স্থানগুলো (আসাম (বরাক অববাহিকা), মেঘালয় ও ত্রিপুরা) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নাই। ফলে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল জেলার প্রধান নদ-নদীগুলোর পানি কমা অব্যাহত থাকতে পারে।

    কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার (২৪ এপ্রিল) দুই নদীর দুই পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে আছে। নেত্রকোনার বাউলাই নদীর খালিয়াজুরি পয়েন্টের পানি  বিপৎসীমার ১৮ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীর কমলাকান্দা পয়েন্টের পানি ৪ সেন্টিমিটার ওপর দিয়ে যাচ্ছে।

    এদিকে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, নেত্রকোনায় ৩০  মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারতের অরুণাচলে ৪৯ এবং আসামে ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    প্রকাশিত: রবিবার ২৪ এপ্রিল ২০২২