• সর্বশেষ আপডেট

    ২৪ ঘণ্টার মধ্যে অক্সিজেন-শূন্য হবে ইউক্রেন!

     


     রাশিয়ার আগ্রাসনের ফলে সারা দেশে পরিবহন চলাচল ব্যাহত হওয়ায় ইউক্রেনের হাসপাতালগুলোতে অক্সিজেনের চরম সংকট দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ২৪ ঘণ্টার মধ্যেই অক্সিজেন শূন্য হতে পারে ইউক্রেন।ইউক্রেনে অক্সিজেন সরবরাহ পরিস্থিতি খুব বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে জানিয়েছে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস ও ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুজ একটি যৌথ বিবৃতিতে বলেছেন, দেশটির বেশিরভাগ হাসপাতালের অক্সিজেন রিজার্ভ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যেতে পারে। কোনো কোনো হাসপাতালে এরইমধ্যে ফুরিয়ে গেছে। এতে করে দেশটিতে হাজার হাজার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের কারণে বর্তমানে ইউক্রেনের হাসপাতালগুলিতে ভর্তি প্রায় ১ হাজার ৭০০ রোগীর অক্সিজেন প্রয়োজন হতে পারে। এছাড়া সন্তান জন্মসহ অন্যান্য জটিলতার জন্যও অক্সিজেন প্রয়োজন। অন্যদিকে বিদ্যুতের সংকটের কারণেও হাসপাতালগুলোর সেবা হুমকির মুখে পড়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহের কাজে নিযুক্ত লরিগুলি অক্সিজেন সরবরাহ করতে পারছে না। ডব্লিউএইচও পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনের জরুরি অক্সিজেন সরবরাহের কাজ করছে।ইউক্রেনের ১৭০০টি হাসপাতালে এই মুহূর্তে সংকটজনক কোভিড রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও অন্তঃসত্ত্বা, সেপসিস আক্রান্ত এবং ট্রমা কেয়ার সেন্টারের রোগীরাও রয়েছেন। প্রত্যেক দিন যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন রয়েছে, তাতে ক্রমশই ঘাটতি বাড়ছে।ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস ও ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুজ বলেন, অক্সিজেনসহ দেশটিতে জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম দ্রুত পাঠানো প্রয়োজনডব্লিউএইচওর মতে, অক্সিজেনের পাশাপাশি হাসপাতালগুলিতে বিদ্যুৎ বিভ্রাটেরও সমস্যা দেখা যাচ্ছে। রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সগুলি রাশিয়ান এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে ক্রসফায়ারে পড়ার ঝুঁকিতে রয়েছে।

    প্রকাশিত: বুুধবার ০২ মার্চ ২০২২