• সর্বশেষ আপডেট

    মারিয়োপোল এখনও আমাদের হাতে: ইউক্রেনীয় বাহিনী

     


    ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে রুশ বাহিনী যেদিক থেকে আগাচ্ছে সেদিকে তারা এখনও ‘ব্যর্থ’ রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর মারিয়োপোল এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তারা।

    তীব্র গোলাবর্ষণ প্রত্যক্ষ করছে মারিয়োপোল। শহরটি দখলে নিতে পারলে দক্ষিণ ও পূর্ব প্রান্ত দিয়ে আরও রুশ সেনা অভিযানে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

    ইউক্রেনীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনী রাজধানী কিয়েভ সংশ্লিষ্ট এলাকায় হামলা অব্যাহত রেখেছে। কিয়েভের আশেপাশে ভিসগোরোদ, ফাস্তিভ এবং ওবুকিভ এলাকায় হামলা চালাচ্ছে। এসব এলাকায় হামলা চালাতে আরও বেশি রাশিয়ার ফিল্ড ক্যাম্প দেখা যাচ্ছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।


    ওই বিবৃতিতে জানানো হয় কৃষ্ণ সাগর এলাকায় রুশ প্যারাট্রুপার এবং রকেট বোট দেখা যাচ্ছে। এগুলো দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওদেসার দিকে অগ্রসর হচ্ছে।

    ওই বিবৃতিতে ইউক্রেনীয় ইন্টারনেট ব্যবহারকারীদের বোমাবর্ষণের তাৎক্ষণিক তথ্য প্রকাশ না করতে সতর্ক করে দেওয়া হয়। এতে রুশ সেনারা পরবর্তী লক্ষ্য নির্ধারণে সুবিধা পেতে পারে বলে সতর্ক করা হয়।
    সূত্রঃ বিবিসি।
    প্রকাশিত: বৃহস্পতিবার ০৩ মার্চ ২০২২