• সর্বশেষ আপডেট

    চট্টগ্রামে বহির্নোঙ্গরে লাইটার জাহাজ ডুবি নিখোঁজ ৮

     

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই টিটু-১৪ নামের একটি জাহাজ ডুবে গেছে। 
    এতে ওই জাহাজের নাবিকসহ অন্তত আটজন নিখোঁজ আছেন বলে কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।শনিবার (১৯ মার্চ) ভোররাত সাড়ে তিনটার দিকে বহির্নোঙ্গরের আলফা অ্যাংকারেজে পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি সাঙ্গু দোভাষিবাজারের অদূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়। 

    জাহাজটি সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই বলে জানালেও সেটির এবং দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানাতে পারেনি কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ।

    চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, জাহাজটি সম্ভবত কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ডুবে গেছে। এতে ক্রু এবং শ্রমিক মিলিয়ে ১৪ জন ছিলেন। কোস্টগার্ড ৫ জন এবং বন্দরের টিম একজনকে জীবিত উদ্ধার করেছে। আটজন এখনও নিখোঁজ। 

    তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বন্দরে জাহাজ আসা-যাওয়ায় কোনো সমস্যা নেই।উদ্ধারকৃতদের বরাত দিয়ে কোস্টগার্ডের পূর্ব জোনের একজন কর্মকর্তা বলেন, ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে গেছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে কোনো ড্রেজার বা বালুবোঝাই নৌযান পাইনি। জাহাজটি পুরোপুরি ডুবে গেছে।

    প্রকাশিত: শুক্রবার ১৮ মার্চ ২০২২