• সর্বশেষ আপডেট

    যুদ্ধে অংশগ্রহণ করলে নাগরিকত্ব দেয়ার ঘোষণা ইউক্রেনের।

     

    বিদেশীদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভহেন ইয়েনিন।

    আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

    ইউক্রেনের জাতীয় সংবাদ সংস্থা ইউক্রিনফরমের বরাত দিয়ে প্রতিবেদন বলা হয়, ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন স্বেচ্ছাসেবক হিসেবে যেসব বিদেশি রুশ আগ্রাসনের বিরুদ্ধে অংশ নেবেন তাদেরকে ইউক্রেনের নাগরিকত্ব দেওয়া হবে।

    ইয়েনিন বলেন, 'ইউক্রেন যুদ্ধে যোগ দিতে চাওয়া বিদেশিদের জন্য আন্তর্জাতিক লিজিয়ন অব টেরিটোরিয়াল ডিফেন্স বিভাগ খোলা হচ্ছে। আগ্রহীরা রুশ আগ্রাসনের বিরুদ্ধে ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় লড়াই করবেন।'

    তার মতে, যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক বিদেশি স্বেচ্ছাসেবকদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

    'যারা চুক্তিতে সই করেছেন তারা সামরিক পাসপোর্ট পাবেন। তারপর তা রেসিডেন্স পারমিটে রূপান্তর করা হবে। ভবিষ্যতে তাদের কেউ যদি নাগরিকত্ব চান তা হলে আইনি ব্যবস্থার মাধ্যমে তা দেখা হবে,' যোগ করেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী।

    সিএনএন'র প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন ১৬ হাজার বিদেশি যোদ্ধাদের প্রথম দল রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনের পথে আছেন।

    সিএনএন এই সংখ্যা যাচাই করতে পারেনি উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের দূতাবাস বিদেশি যোদ্ধা সংগ্রহের কাজ করছে। স্বেচ্ছাসেবকদের অনেকের সামরিক প্রশিক্ষণ নেই।


    প্রকাশিত: বুুধবার ০৯ মার্চ ২০২২